ঘুমানোর পূর্বের ১০টি সুন্নত জেনে নিন কি কি?
☛০১● ভালোভাবে বিছানা ঝেড়ে নেয়া। বুখারীঃ- ৬৩২০
☛০২● ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা। বুখারীঃ- ৫৬২৩
☛০৩● শয়নের সময় দু'আ পাঠ করা যেমনঃ- আল্লাহুম্মা বিসমিকা আ'মুতু ওয়া আহইয়া। বুখারীঃ- ৬৩১৪
☛০৪● ডান কাত হয়ে শোয়া। বুখারীঃ- ৬৩১৫
☛০৫● শরীরের নাপাক স্থান ধুয়ে অযু করে নেয়া। বুখারীঃ- ২৮৮
☛০৬● সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া। তিরমিযীঃ- ২৭৬৯
☛০৭● বিনা কারণে উপুড় হয়ে না শোয়া। তিরমিযীঃ- ২৭৬৮
☛০৮● ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা। তিরমিযীঃ- ১৮১৩
☛০৯● দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। মুসলিমঃ- ৫৯০১
☛১০● দুঃস্বপ্ন দেখলে প্রথমে বাম দিকে তিনবার থুথু ছিটা এবং দুঃস্বপ্ন ও শয়তান থেকে - হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই" এভাবে তিনবার বলা।
দুঃস্বপ্ন কাউকে না বলা। মুসলিমঃ- ৫৯০২
[[রাতের ঘুমানোর আগের আমলঃ]]
👉 কেউ মনে কষ্ট দিয়ে থাকলে সবাইকে মাফ করে দেওয়া আর গোনাহ থেকে মুক্ত হওয়ার জন্য কয়েকবার তওবা ইস্তেগফার পড়া।
👉 দুরুদ শরীফ পাঠ করা
👉সূরা ইখলাছ,সূরা ফালাক ও সূরা নাস পড়া।
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে বিছানায় (ঘুমাতে) যেতেন, তখন তার দু’হাত একত্রিত করে হাতের তালুতে ফুঁ দিতেন এবং সুরা ইখলাছ, সুরা ফালাক্ব ও সুরা নাস পড়তেন। অতঃপর (এ তিন সুরা পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে) দু’হাত দ্বারা যত দূর সম্ভব শরীর মুছে ফেলতেন। মাথা, মুখ ও শরীরের সম্মুখভাগ মুছতেন। এরূপ তিনবার করতেন।’ (বুখারি,মুসলিম, মিশকাত)
👉আয়াতুল কুরসী পাঠ করা।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেউ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে শয়তান তার কাছে আসতে পারে না।’ (বুখারি, মুসলিম, মিশকাত)
👉সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া।
হযরত আবু মাসউদ আনসারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে কেউ রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে। তার জন্য আয়াত দুটি যথেষ্ট হবে।’ (বুখারি, মুসলিম, মিশকাত)
👉তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমানো,ঘুমের কারনে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার সম্ভাবনা না থাকলে ঘুমুতে যাওয়ার আগে তাহাজ্জুুদ নামাজ পড়ে নেওয়া।তবে শেষ রাতে পড়া উত্তম।
👉ঘুমানোর দুআ পড়ে ঘুমানোঃহজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে শয্যাগ্রহণ করতেন তখন তিনি তাঁর হাত গালের নিচে রাখতেন। অতঃপর বলতেন-
اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَاَحْىَ
উচ্চারণ :‘আল্লাহুম্মা বিসমিকা আমুওতু ওয়া আহইয়া।’
অর্থ : হে আল্লাহ! আমি তোমার নামে মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জীবিত হই।’
(বুখারি, মুসলিম ও মিশকাত)


0 Comments