ভিশন:

ইসলাম সম্পর্কে জ্ঞানকোষ তৈরী।

মিশন:

HADITH SHIKHI ওয়েবসাইট টি একটি দাওয়াতি, গবেষণাধর্মী ও শিক্ষামূলক ওয়েবসাইট। এর লক্ষ্য হচ্ছে– ইসলাম সম্পর্কিত প্রশ্নাবলির গবেষণানির্ভর, দলিলভিত্তিক এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় উত্তর প্রদান। 

এ ওয়েবসাইট মুসলিম-অমুসলিম সকল প্রশ্নকারীর ইসলামি শরিয়া সম্পর্কিত কিংবা মনস্তাত্বিক ও সামাজিক যে কোন প্রশ্নকে স্বাগত জানায়।

উদ্দেশ্য-লক্ষ্য:

১. ইসলামের প্রচার ও দাওয়াত দান।

২. ইসলামী জ্ঞানের প্রসার ও মুসলমানদের অজ্ঞতা দূরীকরণ।

৩.সঠিক জ্ঞান প্রচার।

৪. ইসলাম সম্পর্কে সন্দেহ সৃষ্টিকারী ব্যক্তিবর্গের সন্দেহ-সংশয়ের জবাব প্রদান।

৫. জ্ঞানগত, শিক্ষাগত ও সামাজিক পরামর্শ দানের মাধ্যমে জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে মানুষকে দিক নির্দেশনা প্রদান।