ওয়েবসাইটের নীতি:
এ ওয়েবসাইট ইসলামের বিভিন্ন হাদিস প্রচার করে। এ ওয়েবসাইট সর্বোচ্চ চেষ্টা করে, যাতে করে যাতে সবাই ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে পারে।
এ ওয়েবসাইট কুটতর্ক, গালি-গালাজ, অশোভন কথা ও নিষ্ফল ঝগড়া ইত্যাদি এড়িয়ে চলে যেগুলোতে কোন কল্যাণ নেই।
আমরা আল্লাহ্র কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এ পথে অবিচল রাখেন, হেদায়েতের উপর সুদৃঢ় করেন এবং তিনি যা পছন্দ করেন ও ভালবাসেন আমাদেরকে যেন তা করার তাওফিক দেন।

0 Comments