মনের আশা পূরণের আমল



🌹কোন মানুষ যখন নামাজে সিজদা যায়  তখন সে একেবারে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়।তাই সিদজায় গিয়ে আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়।ইনশা-আল্লাহ।কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।


🔶প্রিয় নবী করিম (সা.) বলেন, ‘বান্দা যখন সিজদারত থাকে, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি দোয়া করবে।’ দলিলঃ(সহিহ মুসলিম শরীফ: ১/৩৫০)।


🔶নামাজের সিজদায় গিয়ে  দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবিহ ''সুবহানা রব্বিয়াল আ'লা,  তিনবার বলার পরে তারপর আরবি ভাষায় কুরআন হাদিসের যেকোন দোয়া করা যাবে।

নিচে কয়েকটি অতি জরুরি প্রয়োজনীয় দোয়া দেওয়া হলোঃ


🔶কু'রআনের সর্বশ্রেষ্ট দোয়াঃএ দোয়ার মাধ্যমে  সব কিছু চাওয়া হয়। এ দোয়া পড়লে মনের সকল আশা পূরন হয়।ইনশা-আল্লাহ।দোয়াটি হলোঃ


ُ رَبَّنَآ ءَاتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَفِى الْءَاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও  ওয়াফিল আখিরতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)


অর্থ :হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।


দলিলঃসূরা বাকারাহ:আয়াতঃ২০১

 

🔶আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া ইউনূছ:এ দোয়াটি   পড়লেও সব ধরনের মনের আশা পূরন হয় ও বিপদ মুসিবত দূর হয়।ইনশা-আল্লাহ।দোয়াটি হল:


لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي

 كُنتُ مِنَ الظَّالِمِينَ


বাংলা উচ্চারনঃ'লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বলিমিন।'।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)


অর্থাৎ 'তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি গোনাহগারদের দলভুক্ত।

দলিলঃসূরা আম্বিয়া :আয়াত:৮৭


⬛উত্তম জীবনসঙ্গী,নেককার  হবু স্বামী ও হবু স্ত্রী  এবং ভাল হালাল চাকরি পাওয়ার জন্য কুরআনের  নিচের অতি গুরুত্বপূর্ণ  দোয়াটি পড়তে পারেন:


 رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير 


উচ্চারণ : ‘রব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন্ খইরিং ফাকির।’ ।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)

অর্থ : ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস : আয়াত ২৪)


⬛যাদের চোখ শীতল করা ও চোখ জুড়ানো হবু নেককার বউ ও হবু স্বামী  দরকার তারা নিচের দোয়াটি পড়তে পারেন।মেয়েরা পড়লেও ভাল নেককার স্বামী  পাবেন।ইনশা-আল্লাহ।আল্লাহ মানুষের অন্তরের খবর রাখেন

।আশা করি,বুঝতে পারছেন।

দোয়াটি হলঃ

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوٰجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا


বাংলা উচ্চারণ:রব্বানা হাবলানা মিন আঝওয়াজিনা ওয়াজুর্রিই ইয়াতিনা কু'ররতা আ'ইয়ুনিও ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমা-মা।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)

অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।

দলিলঃসূরা ফুরকান:আয়াত :৭৪


⬛জ্ঞান বৃদ্ধির দোয়া:

رَّبِّ زِدْنِى عِلْمًا

বাংলা উচ্চারনঃরব্বি যিদনী ইলমা।

।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)

অর্থঃ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।

দলিলঃসূরা ত্বোয়াহ:আয়াতঃ১১৪


⬛ঝণ পরিশোধ ও অভাব মোচনের  জন্য  সহীহ হাদিসের নিচের দোয়াটি পড়তে পারেনঃ

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ

বাংলা উচ্চারণ:

আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক ।

(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)

 

অর্থ:‘হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।’

দলিলঃসহীহ তিরমিজি শরীফ ,আহমাদ


⬛ঈমানের সাথে মৃত্যু বরন করার দোয়াঃ

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ


উচ্চারণঃ রব্বানা লা’তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা  রহমাতান, ইন্নাকা আংতাল ওয়াহাব। ।(দোয়াটি আরবি দেখে শুদ্ধভাবে পড়তে হবে)


অর্থঃ হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।

দলিলঃসূরা আল ইমরান:আয়াত:৮

  

দোয়া আরবি দেখে শুদ্ধভাবে শিখে পড়তে হবে।


মনে রাখতে হবে,নামাজের সিজদায় গিয়ে দোয়া করার জন্য প্রথমে  অবশ্যই সিজদার তাসবিহ 'সুবহানা রব্বিয়াল আ'লা 'তিনবার বলার পর তারপর যেকোন দোয়া পড়া যাবে।একই দোয়া যতবার পড়া মন চায় ততবার নামাজের প্রত্যেক রাকাতের সিজদায় গিয়ে দোয়া করতে পারবেন।এতে কোন সমস্যা নাই।

সুন্নত, নফল, তাহাজ্জুদ, সালাতুল হাজত নামাজের  সিজদায় গিয়ে দোয়া পড়া যাবে।ফরজ নামাজ যেহেতু জামাতে ইমামের সাথে  পড়লে   একটি নির্দিষ্ট নিয়মের আয়তায় তাই ফরজ নামাজের সিজদায় গিয়ে দোয়া না করাই উত্তম।

তবে নাজায়েজ নয়।

আর সিজদায় গিয়ে আরবি  ভাষায় দোয়া করতে হয়।উত্তম।

কারন অনেক ইসলামিক স্কলার  বলেন নামাজে নিজের ভাষায় বা বাংলা ভাষায় দোয়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে।তাই আরবিতে দোয়া পড়াই উত্তম।আর আরবিতে পড়লে কবুল হওয়ার সম্ভাবনা ও অনেক বেশি থাকে। 


তবে কোন কোন আলেম বলেন,কেউ আরবিতে দুআ না পারলে শুধু নফল নামাজে সিজদায় বাংলায় দুআ করা যাবে


আল্লাহ আলম

আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিকভাবে নিয়ম জেনে বুঝে  আমল করার তওফীক দান করেন। আমিন