ভদ্র মেয়ে চেনার উপায়
১] যে সব মেয়ে
সাধারণত খুব আস্তে
কথা বলে । কথা বলার
সময় অঙ্গ ভঙ্গি করে না ।
২ ] সরাসরি পরপুরুষের
চোখের দিকে তাকিয়ে
কথা বলবে না । খুব ধীর
পায়ে এবং মাথা নিচু করে
হাটে ।
৩] পোশাকে খুবই
শালীনতা বজায় রাখবে
যতটুকু সম্ভব পর্দায়
থাকার চেষ্টা করবে।
৪] ভদ্র মেয়েরা
সাধারণত আত্ম
কেন্দ্রিক হয়। তারা
বেশী ভাগ ঘরে থাকতে
ভালোবাসে।
৫] টি ভি সিরিয়াল
দেখার চেয়ে এরা কবিতা
লেখা অথবা বই পড়তে
ভালোবাসে ।
৬] ভদ্র মেয়েরা
সাধারণত রাগি হয় ।
একবার রেগে গেলে রাগ
ভাঙাতে বেগ পেতে হয় ।
৭] কখনোই তারা প্রেমে
জড়াবে না । পরিবারের
সম্মানটা তারা বড় করে দেখে।


0 Comments