ইমোজি ব্যবহার কি জায়েজ?


আসসালামু আলাইকুম
ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু


ইমোজি ব্যবহার কি জায়েজ??


এইখানে সব ইমোজি উল্লেখ করা সম্ভব হয় নি, যার জন্য লেখা গুলা বুঝে বিষয়টি ক্লিয়ার হন 


সোশ্যাল মিডিয়ায় আমরা কথা বলার সময় বা লেখার সময় বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করি।।  আমরা মনের অজান্তেই কবিরা গুনাহে অতি সহজেই লিপ্ত হয়ে পড়েছি৷।  ইমোজি ব্যবহারে আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে অন্যথায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই।

রাসুল সাঃ বলেছেন,"মানুষ প্রাণীর চিত্র অংকনকারীকে কিয়ামতের দিন তার প্রাণ দিতে বলা হবে।।"আমরা যেই ইমোজি ব্যবহার করি তার কিছু সীমাবদ্ধতা আছে এবং কিছু শর্ত আছে।


১. প্রথমত যেসব ইমোজি তে শুধুমাত্র একটা মাথার Shape আছে,তাতে চোখ,কান, নাক,মাথা স্পষ্ট মানুষের মতো না সেসব ইমোজি ব্যবহার করা জায়েজ। 

যেমনঃ

😃😁😅😂🙂😊😍🥰☺️  

এই ধরনের কয়েকটি ইমোজি।।

(এখানে আমরা যেগুলাকে চোখ মনে করতেছি সেগুলা শুধুই ফোটা কোনো মানুষ/প্রাণীর চোখ এটার সাথে মিল নাই।যেটাকে আমরা ঠোট ভাবতেছি সেটাও রেখা একটা শুধুমাত্র কোনো প্রাণী/মানুষের ছবি এমন না তো এটা মানুষের/প্রাণীর চিত্র আকা হইল না এগুলা শুধু অবয়ব মাত্র এদের কারোর ই চুল/নাক নেই।তাই এগুলা জায়েজ।)


.যেসব ইমোজি ও স্টিকারে  হাত,পা,মাথা,আছে সেসব ইমোজি স্পষ্ট হারাম,,

 🤷🏻‍♀️💁🏻‍♀️🙆🏻‍♀️🙋🏻‍♀️🤦🏻‍♀️👨‍✈️🤷‍♂️

(এই ইমোজি গুলাতে পুরা মানুষের মতো বুঝা যায় মানুষের মাঝে  যা বৈশিষ্ট থাকে সব কটাই এখানে আছে তাই এটা প্রাণীর চিত্র আকার মাঝে পড়ে বিধায় এসব ইমোজি গুলা হারাম)

৩.যেসব ইমোজিতে ও স্টিকারে  অন্য ধর্মের প্রতীক ব্যবহার করা হয় সেসব ইমোজি ব্যবহার করা হারাম

🙏⚛️🕉️✡️☸️☯️✝️☦️☪️☮️🕎🔯👁️🤟

(এগুলাতে অন্য ধর্মের সাইন ব্যাবহার করা হয় আর এখানে কিছু কিছু দাজ্জালের সাইন ও আছে আর ইলুমিনাতি চিহ্ন ও আছে তাই এগুলাও হারাম One eye the singh of dajjal সাবধান সবাই,চাইলে গুগলে চিহ্ন গুলা সার্চ দিয়ে দেখে নিবেন।)


৪. যেসব ইমোজি ও স্টিকারে   প্রাণীর আকার আছে,প্রাণীর যেকোনো ইমোজি ব্যবহার করা হারাম ও কবিরা গুনাহ 

😺😸😹😻😼😽🙀😿😾🙈🙉🙊

(এগুলা পুরা প্রাণীর চেহারার মতো দেখতে তাই এগুলা হারাম)


৫.যেসব মানুষের মতো ইমোজি দেখা যায় যেমন 

👦👧👨👱👮👲👳👯💇🙅🎅🤰👬👫💏👨‍❤️‍👨👩‍❤️‍👩👩‍👩‍👦‍👦👩‍👩‍👦👨‍👩‍👦‍👦

এই ধরনের ইমোজি স্পষ্ট হারাম।। এবং এসব ইমোজি ও স্টিকার ব্যবহারকারীদের কিয়ামতের দিন এগুলোতে প্রাণ দিতে বলা হবে এবং জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তির ঘোষণা দেওয়া আছে।।

(এই সব ইমোজিতেও মানুষের পিক আকা তাই এগুলাও হারাম আর এগুলা অনেক গুলাই সমকামিতাকে নির্দেশ করে।)


৬.

🐶🐱🐵🐷🐸🐒🙊🐵🙉🐤🐣🐍 🐬

এগুলো সব ইমোজি ব্যবহার করা হারাম।এছাড়া প্রাণীর সব স্টিকার ব্যবহার করাই কবিরা গুনাহ ।

😈👿🤟🤘🤙 

 শয়তানের সিম্বল।।  এগুলো ব্যবহার করাও হারাম।(পারলে গুগলে সার্চ দিয়ে সব শয়তানের সিম্বল/ইলুমিনাতি চিহ্ন গুলা দেখে নিবেন)

   🐸  

-এইটা কিন্তু অনেকেই ইউস করে বেশি তাই সাবধান

একটা ব্যাঙের মাথার সাথে এর পুরাই মিল এটা আকা পুরা হারাম।আর মাথা থাকলেই একটা জিনিসের জীবন থাকে।


এছাড়াও বিভিন্ন ধরনের স্টিকার,যেগুলো ব্যবহার করা হারাম।আমাদের স্টিকার ব্যাবহারেও সতর্ক থাকতে হবে

স্টিকার যেগুলা মানুষ/প্রাণীর সাথে সাদৃশ্য সেগুলা ইউস করা যাবে না প্রায় সব স্টিকার এ এমন আমাদের এগুলা থেকে সাবধান থাকা দরকার।

এতে স্বয়ং আল্লাহর সাথে নিজের গুনাবলীর মিল করা হয়।৷ অর্থাৎ যারা চিত্রশিল্পী,মানুষের ছবি,ভাস্কর্য, মূর্তি,প্রতিমা,প্রাণীর ছবি সহ বিভিন্ন ধরনের ছবি আকে ও তৈরি করে এরা নিজেকে আল্লাহর গুনাবলীর সাথে মিলিয়ে ফেলে। তাই যত কার্টুন,কৃত্রিম মানুষ ও প্রাণীর ছবি মানুষ ইডিট করে বানায় তার সবই হারাম ও কবিরা গুনাহ। 

আল্লাহ সবাইকে মাফ করে দিন আমিন,

সবাই কে হেদায়েত দান করুন আমিন।


মহানবী স. বলেছেন , কিয়ামতের দিন এক ব্যাক্তিকে নিয়ে আসা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে,এতে তার নাড়িভুড়ি বের হয়ে আসবে, সে এটা নিয়ে চারপাশে চক্কর দিতে থাকবে  যেমনভাবে গাধা চক্রের মধ্যে ঘুরে থাকে, তখন জাহান্নামীরা তার চারপাশে সমবেত হবে এবং জিজ্ঞাসা করবে, হে অমুক তুমার এই অবচ্থা কেনো, তুমি কি সত্তকাজের আদেশ দিতে না এবং অসৎকাজে নিষেধ করতে না, উত্তরে সে বলবে, হ্যাঁ আমি সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু নিজে তা করতাম না, আর অন্যদের খারাপ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু নিজে তা করতাম না,,। 

                                                                                                                                 - বুখারী ও মুসলিম


মাওলা আমাদের আমল করার তাওফিক দান করুন ..