বোনদের পড়ার অনুরোধ রইল !

 -বোন,,

🔵নামাজ পড়ো , 

2 মিনিটে নামাজ শেষ করে পরপুরুষের সাথে কথা ও বলো।

কোনো লাভ নেই।

বরং তুমি নামাজের সাথে ঠাট্টা করছো। 

-

বোন,, 

🔵বোরকা পড়ো,

সাথে পারফিউম মেখে বাহিরে যাও,

কোনো লাভ নেই।

বরং তুমি ব্যভিচারীর পরিচয় দিচ্ছ।

-

বোন,,

🔵কোরআন তিলাওয়াত করো,

সাথে গান বাজনায় DJ পার্টি করো ,

কোনো লাভ নেই। 

বরং তুমি পবিত্র গ্রন্থ কে অসম্মান করছ।

-

বোন,,

🔵বিয়ের আগে প্রেম হারাম জেনে প্রেম করো না, অথচ চ্যাটলিস্ট ছেলে দিয়ে ভর্তি। 

কোনো লাভ নেই!

বরং তুমি শয়তান কে জিতিয়ে দিচ্ছ।

-

বোন,,

🔵স্বামীকে বলো ভালবাসি, 

সাথে পরপুরুষের সাথে ফোনালাপ করো,

কোনো লাভ নেই!

বরং তুমি ব্যভিচারিনীর পরিচয়ে পরিচিত হচ্ছ।

-

বোন,,

🔵ফুল পর্দা করো , আবার মাথায় ফুলকপির বোঝা বাঁধো , 

কোনো লাভ নেই!

বরং তুমি জাহান্নামে যাওয়ার রুলসকে আপন করছো।

-

বোন,,

🔵হারাম কোনটা, হালাল কোনটা সব ই বোঝো 

তবুও কেন হারাম ছাড়ছো না???

এতে অন্য কারোর ক্ষতি হবে না । 

একটু ভেবে দেখো তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করছো।

-

সমাজের সাথে আজ নিজেকে মানাতে গিয়ে যে চির শান্তির স্থান জান্নাত তুমি হারাচ্ছো এটা কি মাথায় আছে বোন???

-

কেউ একজন হারাম টা ধরাই দিলে বলো 

এটা না করলে আমার Prestige থাকবে না।

🔵একবার ভেবে দেখো হাশরের মাঠে যখন তোমাকে অপমানজনক লাঞ্ছনা করা হবে তখন তোমার এই Prestige কোনো কাজে আসবে কি না।

কত ই না নিকৃষ্ট আর যন্ত্রণাদায়ক হবে সেই শাস্তি!!!!

Reminder👉 বোন সময় থাকতে নিজেকে শুধরে নাও

ইসলাম মেনে জীবন চালাও।

ইনশাল্লাহ জয় তোমার হবে, 

আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন 

আমিন।