নামাজে সালাম ফিরানোর আগে  গুরুত্বপূর্ণ  চারটি বিষয়ে দোয়া ।


নামাজে সালাম পিরানোর আগে  গুরুত্বপূর্ণ  চারটি বিষয়ে দুআ না করে সালাম পিরাবেন না
:এই দুআটি  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কুরআনের সূরা শিখানোর মতো করে গুরুত্ব দিয়ে  শিখাতেন)বুঝলেন?

দলিলঃতিরমিজি হাদিস নং ৩৪৯৪
দুআটি হলোঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ‏

উচ্চারনঃআল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন
আযাবি জাহান্নাম।ওয়া মিন আযাবিল ক্ববর।ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মা-মাত।

👉এই দুআটি নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দুরুদ ও দুআ মাসূরা পড়ে শেষ করার পরে তারপর বলবেন মানে সালাম পিরানোর আগে এই দুআটি পড়ে তারপর ডানে বামে সালাম পিরাবেন।বুঝলেন?

আর এটা  পড়তেই হবে এমন  বাধ্যতামূলক নয়,যারা পড়বে তারা অনেক  দুনিয়া ও আখিরাতে অনেক উপকৃত হবে।আর না পড়লে কোন  সমস্যা  নেই।পড়লে অনেক ভালো।খেয়াল করলে বুঝবেন,এ দুআটিতে গুরুত্বপূর্ণ চারটি বিষয় দুআ চাওয়া হয়।
এই দুআর অর্থটা নিচে মনোযোগসহ   পড়ুন।
👇👇👇👇👇👇👇
অর্থঃ “ হে আল্লাহ্‌! তোমার কাছে আমি আশ্রয় চাই জাহান্নামের শাস্তি হতে, কবরের শাস্তি হতে এবং তোমার নিকট আরো আশ্রয় চাই মাসীহ দাজ্জালের ফিত্‌না হতে। তোমার নিকট আমি আরো আশ্রয় চাই জীবন ও মৃত্যুর বিপর্যয় হতে”

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন , এ দু’আটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে এমন ভাবে শিক্ষা দিতেন, যেভাবে তিনি কুরআনের কোন সূরা তাদেরকে শিক্ষা দিতেন।

সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ৩৮৪০) , মুসলিম।
তিরমিজিঃ৩৪৯৪