সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে? সুন্নত সালাত কত প্রকার ও কি কি? বিস্তারিত পড়লেই আপনি উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
সুন্নত সালাত কত প্রকার ও কি কি?
বিস্তারিত পড়লেই আপনি উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
সুন্নত নামাজ দুই প্রকার।
০১. সুন্নতে মুআক্কাদাহ,
০২. সুন্নতে জায়েদাহ।
সুন্নতে জায়েদাহ ছেড়ে দিলে গুনাহ হয় না। এটি মুস্তাহাবের মতো। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। যেমন- আসরের আগের চার রাকাত সুন্নত।
'সুন্নতে মুআক্কাদাহ' অর্থ যেসব সুন্নত নামাজ নবী করিম সা. কখনোই ছাড়েননি। এর মর্যাদা প্রায় ওয়াজিবের মতো।রাসূলুল্লাহ ﷺ-পাঁচ ওয়াক্ত ফরয নামাজের পূর্বে ও পরে ১২ রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করতেন, বিশেষ কোন কারণ ছাড়া তা ত্যাগ করতেন না। এই ১২ রাকাত সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। এসব নামাজ বিনা ওজরে ত্যাগ করা উচিৎ না। এতে গুনাহ হবে এটা সরাসরি বলা যায় না তবে এটা অনুচিত।
এসব সুন্নত ছাড়লে গুনাহ কী ধরনের হয় এ প্রশ্নের আগে এসব পড়লে সওয়াব কী পরিমাণ হয় তা ভাবা দরকার। কারণ, গুনাহর ভয়ে নামাজ পড়ার চেয়ে বা সওয়াবের জন্য তা আদায় করার চেয়ে বেশি গুরুত্ব এ জন্যই দিতে হয় যে, নবী করিম সা. সারাজীবন এসব নামাজ এত গুরুত্ব দিয়ে কেন পড়লেন।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ ثَابَرَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ
আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি দিবা-রাত্র বার রাকাত (সুন্নাতে মুআক্কাদা) আদায়ে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন। চার রাকাত জোহরের ফরয নামাযের পূর্বে এবং দু’রাকাত জোহরের ফরয নামাজের পরে, দু’রাকাত মাগরিবের ফরয নামাজের পরে, দু’রাকআত ইশার ফরয নামাজের পরে এবং দু’রাকআত ফজরের ফরয নামাজের পূর্বে। (সুনানে নাসায়ী ১৭৯৫)
এ জন্যই দুনিয়ার সব সাহাবি, তাবেয়ি, তাবে তাবেয়ি ও সকল পরহেজগার বান্দারা এসব সুন্নত নিয়মিত জীবনভর পড়েছেন। তবে কোনো ওজর বশত এসব সুন্নত ছুটে গেলে গুনাহ্ হয় না। কিন্তু পড়ার মধ্যে যে ফজিলত রয়েছে কোনো বুদ্ধিমান মানুষ ইচ্ছা করে এসব ছাড়তে পারেন না। অতএব, ফরজ ছাড়াও সব সুন্নত ও যথাসম্ভব অধিক নফল নামাজ নিজের আমলনামায় রাখা প্রত্যেকেরই কর্তব্য।
পরিশেষে, সুন্নতে মুয়াকাদ্দাহ না পড়লে যে কবিরা গুনাহ হবে বা বড় ধরণের গুনাহ হবে এমন নয়। তবে অপ্রয়োজনে নিয়মিত এটা ত্যাগ করলে গুনাহ হতে পারে। এছাড়া নবি (স) এই সুন্নত নামাজের উপর অধিক গুরুত্ব দিয়েছেন। সবচেয়ে বড় কথাঅপ্রয়োজনে এটি ত্যাগ করা অনেক ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর। কারণ, আপনার ফরজ নামাজ যে ১০০% গৃহীত হচ্ছে বা হবে এর সিউরিটি নেই। হাশরের দিন যখন নামাজের হিসাব হবে কারো ফরজ নামাজে ঘাটতি থাকলে এই সুন্নত, নফল নামাজের মাধ্যমেই তা পূরণ হবে। তবে বিশেষ প্রয়োজনে ত্যাগ করলে গুনাহ নেই।
সুতরাং কোনো বুদ্ধিমান মুমিন ইচ্ছা করে এ সুন্নতগুলো ছাড়তে পারেন না।....


0 Comments