প্রশ্নঃ আমি বিয়ে করছি 1বছর এখনো বাবা হতে পারি নাই কোন দোয়া পরলে আল্লাহ তাআলা  নেককার শন্তান দান করবেন ?

উত্তরঃহজরত জাকারিয়া আলাইহিস সালামের নেক সন্তান পাওয়া প্রার্থনা ছিল খুবই পছন্দনীয়। তাঁর সেই কার্যকরী আমল ও দোয়া কবুলের কথা কুরআনুল কারিমে একাধিক স্থানে ওঠে এসেছে। আল্লাহ তাআলা বলেন-‘আর যাকারিয়ার কথা স্মরণ করুন, যখন সে তার পালনকর্তার কাছে (দোয়া) আহ্বান করেছিল-

👉নেক সন্তান লাভে দুআঃজাকারিয়া (আঃ) এর মতো করো অবিকল হুবহু এভাবে দুআ করুনঃ


رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِين


َউচ্চারণ : রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আংতা খইরুল ওয়ারিছিন।

[[আরবি দেখে শুদ্ধ করে পড়ে নিনঃসূরা আম্বিয়াঃ৮৯]]

অর্থ : ‘হে আমার পালনকর্তা! আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস (দানের অধিকারী)।



দলিলঃ’ (সুরা আম্বিয়া : আয়াত ৮৯)


এই  দুআটি নামাজের সিজদায় গিয়ে  পড়তে পারেন।কারন সিজদায় দুআ কবুল হয়।ইনশা-আল্লাহ।


মানুষ যখন নামাজের সিজদায় যায় তখন  সে একেবারে আল্লাহর সবচেয়ে কাছেই চলে যায়।


সহীহ মুসলিম শরীফে, আছে,


প্রিয় নবী(সঃ) বলেছেন,"তোমরা সিজদায় বেশি বেশি দুআ করো।"


নামাজের সিজদায় দুআ করতে হলে,সিজদায় গিয়ে প্রথমে তিনবার সুবহানা রব্বিয়াল আ'লা তিন বার বলার পরে তারপর আরবিতে যেকোন দুআ করা যাবে।কোরআন ও হাদিসের যেকোন দুআ আরবিতে করা যাবে।

উপরের দুআটি সিজদায় গিয়ে অবিকল জাকারিয়া (আ:)এর মতো করে হুবহু আরবিতেই পড়ুন।তিনবার দুআ করা সুন্নাহ।তাই তিনবার বলতে পারেন।বেশিও বলতে পারবেন।বাধা নেই।বুঝলেন???।


আর বেশি বেশি গোনাহ থেকে তওবা ইস্তেগফার করতে থাকুন।আর বেশি বেশি  দুরুদ শরীফ পড়তে থাকুন।হালাল খাদ্য খেতে হবে,জিহ্বা, জবান  পবিত্র রাখতে হবে,শিরক বেদাত এসব থেকে  বিরত থাকতে হবে।



দোয়া কবুলের আমলআল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। তাঁকে বাধ্যর্কে দান করেছিলেন ছেলে সন্তান। তবে সন্তান লাভে আমল কেমন হতে হবে; কুরআনুল কারিমে আল্লাহ বলেন,তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্যে তার স্ত্রীকে প্রসব যোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত।’ (সুরা আম্বিয়া : আয়াত ৯০)

এ আয়াতে আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দানের কথা তুলে ধরেছেন। পাশাপাশি কীভাবে দোয়া করতে হবে তা-ও বর্ণনা করেছেন। দোয়া করার সময় অবশ্যই তাঁর আমল হতে হবে এমন-- সন্তান পাওয়া আশা করতে হবে।- দোয়ার আবেদনে থাকতে হবে ভয়।- দোয়ার সময় বিনয়ী হতে হবে।- সর্বোপরি সব সময় সৎ কাজে নিয়োজিত থাকতে হবে।উল্লেখিত দোয়া বেশি বেশি পড়তে হবে। তবেই মহান আল্লাহ তার বান্দাদের সন্তান দানে ধন্য করতে পারেন।


আল্লাহ তাআলা নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভে আল্লাহর কাছে কুরআনের শেখানো ভাষায় দোয়া করার তাওফিক দান করুন। আমিন।